নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার ভবানীপুর মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের রফিজ আলীর ছেলে স্বপন(৩৬), একই উপজেলার তেকালার মাঠপাড়া গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী স্মৃতি(২০)।
এস আই জহির রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ভবানীপুর মাঠ নামক স্থানে দৌলতপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করে একটি ট্রাভেল ব্যাগে রাখা ৭০ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে আটক করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।