নিজস্ব প্রতিবেদক:
ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামে অগ্নিকান্ড। অগ্নিকান্ডে ৪ বাড়ির মালামালসহ ৩ টি গরু ও ১০টি ছাগলের মৃত্যু হয়েছে। ঘটনার সময় কয়েকটি ছাগল ও গরু আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকী গরু-ছাগলগুলাে মারাত্বক ভাবে অসুস্থ হওয়ায় সেগুলাে জবাই করা হয়।
রবিবার দুপুর ১টার দিকে লক্ষীনারায়ণপুর গ্রামের পশ্চিমপাড়ার আছের আলী,জিনারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম ও তুরপুন নেছার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান আছের আলীর পরিবারের লােকজন বাড়িতে ছিলােনা। রবিবার দুপুরে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন বসতঘর ও গােয়ালঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে ঘরে রাখা ৫০ হাজার টাকা, টেলিভিশন ও গােয়াল ঘরে বেধে রাখা ১টি গরু, ৫টি ছাগল পুড়ে যায়। ঘটনার সময় ১ টি গরু ও কয়েকটি ছাগল পুড়ে মারা যায়। বাকী ছাগলগুলাে অসুস্থ হলে,সেগুলাে জবাই করা হয়। এছাড়াও ওই আগুন ছড়িয়ে প্রতিবেশী জিনারুল ইসলামের বসতঘর ও গোয়াল ঘরে লাগে। এসময় ২ টা ছাগল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। একই সময়ে এ আগুন ছড়িয়ে পড়ে আরেক প্রতিবেশী জাহাঙ্গীর আলমের রান্না ঘর ও গোয়াল ঘরে। এসময় ২টি ছাগল ও আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে পুড়ে যায় প্রতিবেশী তুরপুন নেছার ঘরের মালামাল।