Home » গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের সৌরভ হােসেন সড়ক দুর্ঘটনায় ঢাকায় নিহত হয়েছেন

গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের সৌরভ হােসেন সড়ক দুর্ঘটনায় ঢাকায় নিহত হয়েছেন

কর্তৃক xVS2UqarHx07
99 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের সৌরভ হােসেন সড়ক দুর্ঘটনায় ঢাকায় নিহত হয়েছেন এমনটি বলছে তার বন্ধুরা। তবে সৌরভকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে তার বন্ধুরা এমন দাবি করছে তার পরিবারের সদস্যরা। ৩ বন্ধু সাজেক ভ্রমণ করে ঢাকায় ফিরে সৌরভের মৃত্যু হয়।

মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে তার মৃত্যু হয়। নিহত সৌরভ ছাতিয়ান গ্রামের মৃত ময়নাল হােসেনের ছেলে। সৌরভের পরিবার জানায়, গত বৃহস্পতিবার সৌরভ তার দুই বন্ধু বামন্দী গ্রামের মৃত গোলাম কাউছার ওরফে বুলুর ছেলে কনক বিশ্বাস, চর গোয়ালগ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ইলিয়াছ হোসেন মোটরসাইকেল যোগে বান্দরবান ও সাজেক ভ্যালীতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে বেড়ানো শেষে তারা ঢাকায় ফিরে আসে। বিশ্রাম নেয়ার জন্য ঢাকার মিরপুর-১২ নম্বরে একটি আবাসিক হোটেলে ওঠে তারা ।

মঙ্গলবার দিবাগত রাতে সৌরভের বন্ধু কনক বিশ্বাস মোবাইল ফোনে তার মাকে মৃত্যুর খবর জানায়। কনক বিশ্বাস জানান, ঢাকার একটি হোটেলে কিছু সময় বিশ্রাম নেয়ার পর তিন বন্ধু মিলে আবারো ঘুরতে বের হয়। কনক বিশ্বাস আরাে বলেন,আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম এবং সৌরভ হোসেন পিছনে বসে ছিল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার উত্তরা বলাকা পট্টি নামক স্থানে পৌঁছায়। এসময় সৌরভ আকস্মিক ভাবে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয় । পরে তাকে মাইক্রোবাসে করে স্খানীয় একটি ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে,সৌরভের পরিবারের অভিযোগ, সৌরভকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে সৌরভ তার মাকে ফোন দিয়ে বলে, “মা ওরা আমাকে কি যেনাে খাওয়াইছে। আমার বুকের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে। আমি মনে হয় আর বাঁচব না।কথা বলার পরেই সৌরভের মৃত্যুর খবর আসে। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সৌরভের মৃত্যুর বিষয়টি শুনেছি। এবং খােঁজখবর নেয়া হচ্ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন