আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১টি এঁড়ে গরু, ৩টি ছাগল পুড়ে ঝলসে গেছে। এছাড়াও বেশ কিছু হাঁস-মুরগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে জুগিন্দা গ্রামের শরীফ উদ্দীনের ছেলে আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা আক্তার হোসেন জানান, প্রতি রাতের মতাে বৃহস্পতিবার দিবাগত রাতে মশা তাড়াবার জন্য গরুর গোয়াল ঘরে মশার কয়েল জ্বালানো হয়। রাতে কয়েলের আগুন কােন ভাবে গােয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এমনকি পাশেই ছিল পাটকাঠির গাঁদা। ওই আগুন সেখানে ছড়িয়ে পড়ে। মধ্যে রাতে বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের জানায়। এসময় তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়। তবে
আগেই ১টি গরু, ৩টি ছাগলের সমস্ত শরীর পুড়ে ঝলসে যায় ও কমপক্ষে ১০টি হাঁস-মুরগি পুড়ে মারা যায়। আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।