নিজস্ব প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর মাঠে বজ্রপাত প্রতিরোধ ও মাঠের কৃষকদের নিরাপত্তায় তালের চারা রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় তালের চারা রোপন কর্মসুচীর উদ্বোধন করেন মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে বিএটিবির আঞ্চলিক ব্যাবস্থাপক সাজ্জাদ আম্মেদ তালুকদারের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তির্বগ উপস্থিত ছিলেন।
লীফ রিজিয়ন (বনায়ন) কর্মসূচীতে জেলার পতিত ও ফাকা জায়গাতে পর্যায়ক্রমে ১১ হাজার তালের চারা রোপন করা হবে।