Home » গাংনী উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৫জন আহত

গাংনী উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৫জন আহত

কর্তৃক xVS2UqarHx07
150 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রকিবুল ইসলাম (৫০) ও তার মেয়ে অর্পনা খাতুন (১৮),কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে উজ্জ্বল হােসেন (১৮), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাজমুল হােসেন (২৬) ও চারুলিয়া গ্রামের আমিরুল ইসলামের আব্দুল মােমিন (১৫)।

রবিবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডােব নামক স্থানে দুর্ঘটনায় নাজমুল,উজ্জ্বল ও মােমিন আহত হয়। অন্যদিকে, একই সময়ে গাংনী-তেঁতুলবাড়ীয়া সড়কের হিজলবাড়ীয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রকিবুল ও তার মেয়ে অর্পনা আহত হয়। স্থানীয়রা জানান রকিবুল ও তার মেয়ে অর্পনা গাংনীর হিন্দা গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে মােটরসাইকেলযােগে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন৷ পথে মধ্যে হিজলবাড়ীয়া তিন রাস্তার মােড়ে পৌঁছালে,পিছন দিকে থেকে দ্রুতগামি একটি মােটরসাইকেল তাদের ধাক্কায় দেয়।

ওই ধাক্কায় বাবা-মেয়ে আহত হন। তবে অপর মােটরসাইকেল আরােহী অক্ষত রয়েছেন । পথচারীরা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন