নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬টি ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন সংশোধনী-২০১৯ এর আওতায় জরিমানা আদায় করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন।
বুধবার দুপুরে গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের পোড়াপাড়া ও বামন্দী এলাকার ৬টি ইটভাটা অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আইন অমান্য করে ইটভাটায় কাঁঠ পোড়ানো ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পোড়াপাড়া এলাকার মোয়াজ্জেম ব্রিকস, আরএসবি, ফাইপ স্টার ও বামন্দী এলাকার এমএসআরএফএল এবং বিবিএল বিকসের মালিকদের প্রত্যেককে ২লাখ ৫০ হাজার টাকা এবং বামন্দী সিবিএল ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।