নিজস্ব প্রতিবেদক:
গাংনী উপজেলার ভ্যান চালক আতিয়ার রহমান হত্যার ঘটনায় ২জন গ্রেপ্তার।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান হত্যার ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-গাংনী উপজেলার বামন্দী বাজারের ভ্যান মেকার সাহান বাদশা ও একই গ্রামের আসিফ হোসেন।
বুধবার দিবাগত রাতে গাংনী থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গত ২৩ ফেব্রুয়ারীন দিবাগত রাতে গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশে একটি কলাবাগানে আতিয়ারকে হত্যা করে তার অটােভ্যান ছিনিয়ে নেয় আসামিরা। এ ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।