Home » গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামে অগ্নিকান্ড

গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামে অগ্নিকান্ড

কর্তৃক xVS2UqarHx07
108 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ওই গ্রামের আকমান আলী ও আলতাব হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ টি গরু মারা গেছে ও ২ টি গরু দগ্ধ হয়েছে। সেই বাড়ির মালিক আকমাল হােসেন দগ্ধ হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

এ ঘটনায় দুই বাড়িতে প্রায়ই ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়াও আলতাব হোসেনের বসত বাড়ীতে গুচ্ছিত ১লক্ষ ৪০হাজার টাকা পুড়ে গেছে বলেও জানা যায়। জানা গেছে,আলতাব হোসেনের বাড়ির পাশে প্রতিবেশী মৃত হারেজুল ইসলামের ছেলে বিপুল হোসেন তামাকে তাপ দিচ্ছিলেন। এক পর্যায়ে তামাক ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

পরে ওই আগুন ছড়িয়ে পড়ে আকমান হোসেন ও আলতাব হোসেনের বসত বাড়ীর গোয়াল ঘরে। এসময় তাদের গোয়ালে থাকা ১গরু মারা যায় ও ২টি গরু দগ্ধ হয়। খবর পেয়ে বামন্দী ফায়ার স্টেশনের একটিদল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই ঘরে রাখা নগদ টাকা ও মালামাল পুড়ে যায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন