Home » গাংনী উপজেলার সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে

গাংনী উপজেলার সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
79 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই দেশের শূন্য রেখা বরাবর কাজীপুর সীমান্তের গণকবর চত্বর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন বিজিবি’র কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার (পিবিজিএম) ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমারত হোসেন। ভারতের পক্ষে নেতৃত্বে ছিলেন বিএসএফের ডিআইজি সেক্টর কমান্ডার বহরমপুর এর শ্রী রাজেশ মিশ্রা। টানা সাড়ে ৪ ঘন্টা আলোচনার পর পতাকা বৈঠক শেষ হয় দুপুর ২টায়। বৈঠকে, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফ এক সঙ্গে কাজ করবে বলে সম্মতি প্রকাশ করেন। দু‌ই দেশের সীমান্তরক্ষী কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের জনগণকে বিএসএফ কর্তৃক হত্যা বন্ধ, বিএসএফ দ্বারা আতঙ্ক সৃষ্টি ও অবৈধভাবে মানুষ পারাপার বন্ধ, বিভিন্ন ধরনের চোরা চালান, বিস্ফোরক ও মাদক পাঁচার বন্ধ, বাংলাদেশ অভ্যন্তরে ভারতীয় টেলিকম নেটওয়ার্ক বন্ধ, নারী-শিশু পাচার প্রতিরোধ, ভারত থেকে মাদকদ্রব্য আসা বন্ধ, বায়ূ লংঘনসহ বিভিন্ন বিষয়ে একমত হয়ে ফাইল স্বাক্ষর ও হস্তান্তর করেছেন কর্মকর্তারা। বিকাল সাড়ে ৩ টায়, আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে ব্রিফ করেন ভারতের পক্ষে বিএসএফের ডিআইজি সেক্টর কমান্ডার বহরমপুর এর শ্রী রাজেশ মিশ্রা এবং বাংলাদেশের পক্ষে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার (পিবিজিএম) ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমারত হোসেন ব্রিফ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন