Home » গাংনী উপজেলার সড়কে মাটি ফেলে প্রতিবন্ধকতা করার অপরাধে দু’ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

গাংনী উপজেলার সড়কে মাটি ফেলে প্রতিবন্ধকতা করার অপরাধে দু’ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
160 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা বাজার এলাকায় পুকুর থেকে মাটি খনন করে সড়কে মাটি ফেলে প্রতিবন্ধকতা করার অপরাধে দু’ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে ধানখােলা বাজার এলাকার সড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। এসময় গাংনী থানা পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ধানখোলা বাজার এলাকার রাস্তার উপর বালি রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় বালি ব্যবসায়ী জয়নাল আবেদীনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত পতিত পুকুর খুঁড়ে মাটি উত্তোলন করে গ্রামীণ রাস্তায় মাটি ফেলে চলাচলের অনুপযোগী করার একই এলাকার দোয়েল ব্রিকস এর সত্ত্বাধিকারী মোস্তাক আহমেদকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন