নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে শহীদ বুদ্ধি জীবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে গাংনী উপজেলা। শহরে একটি র্যালি বের করা হয়।
র্যালীতে নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-নজরুল ইসলাম ও মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানােয়ার হােসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বামন্দী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।
র্যালি শেষে মুক্তিযুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবিদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়াম আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। এসময় বক্তব্য রাখেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।