আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থলে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬জন নেতাকর্মি আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা মহিবুল ইসলাম (৩০) গুরুতর ভাবে হওয়ায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। বাকী আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছেন।
রবিবার বিকেল ৩ টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে পৌঁছানাের আগেই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানান,সম্মেলন শুরুতে গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনােয়ার হােসেন পাশা ভিআইপি গ্যালারীতে প্রবেশ করছিলেন। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল প্যানেলের কয়েকজন নেতাকর্মী চেয়ারম্যান পাশাকে বাঁধা প্রদান করতে যায়। এ নিয়ে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা প্রতিবাদ করতে গেলে,সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে মৃদুল প্যানেলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা মহিবুল ইসলামকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
মহিবুল ইসলাম গাংনী থানাপাড়ার বাসিন্দা। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের আরাে ৫জন নেতাকর্মী সামান্য আঘাতপ্রাপ্ত হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,ঘটনার পরপরই পরিস্থিতি শান্ত করা হয়। এবং সম্মেলনের কার্যক্রম পুনরায় অনুষ্ঠিত হয়।