নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ডাকা কর্মসূচি স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে ডাকা প্রতিবাদ সভা স্থগিত করা হয়।
গাংনী উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাংনীতে কর্মসূচি পালনের জন্য প্রশাসনের কাছ থেকে তারা আগেই অনুমতি নিয়েছিল। আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রকে বিশ্বাস করে। গণতন্ত্র রাষ্ট্রে সকলের কর্মসূচি করার অধিকার রয়েছে। তাই একই সময়ে দুটি সংগঠনের কর্মসূচীতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই আওয়ামী লীগের কর্মসূচি স্থগিত করা হয়।