Home » গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে

গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে

কর্তৃক xVS2UqarHx07
184 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে এ চুরির ঘটনা ঘটে । পশ্চিম মালসাদহ গ্রামের আশরাফুল ইসলামের ১টি গরু চুরি হয়।

স্থানীয়রা জানান , গাংনী বাজারের ওয়েল্ডিং মিস্ত্রি আশরাফুল তার নিজ বাড়ি পশ্চিম মালসাদহ গ্রামে কয়েকটি গরু পালন করছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি গোয়ালে গরু রেখে ঘুমিয়ে ছিলেন।

ভোরের দিকে তার বাড়ির পাশে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের উপরে বালির গাঁদার কাছে ১টি ট্রাক এসে থেমে যায়। ট্রাক থেকে নেমে চোর দলের কয়েকজন আশরাফুলের বাড়ি থেকে ১টি এঁড়ে গরু নিয়ে ট্রাকে তোলে। এরপরে বাছুরসহ একটি গাভী নিয়ে ট্রাকে তোলার চেষ্টা করে। তবে চোরদের হাত থেকে ছিটকে দৌড়ে পালিয়ে যায় গাভী আর বাছুর। চুরি হওয়া গরুর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। গাভী ও বাছুর দৌড়ে বাড়ি ফেরার সময় মালিক আশরাফুল চুরির বিষয়টি টের পায়। তবে তার আগে চােরেরা তার এঁড়ে গরুটি ট্রাকযােগে নিয়ে সটকে পড়ে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন