Home » গাংনী সূর্যোদয় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলেন

গাংনী সূর্যোদয় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলেন

কর্তৃক xVS2UqarHx07
218 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পেল মেহেরপুরের গাংনীর সূর্যোদয় স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘ করোনাকালের লকডাউন এর সময় শিক্ষক-শিক্ষিকারা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার সকালে সূর্যোদয় স্কুল এন্ড কলেজে সশরীরে উপস্থিত থেকে শিক্ষক- শিক্ষিকাদের মাঝে সামগ্রী বিতরণ করেন গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী।

মেয়র আহম্মেদ আলী জানান,করােনার কারণে লকডাউনে থেকে অনেকে কষ্ট দিন-যাপন করছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল পেশার কর্মহীনদের জন্য উপহারের ব্যবস্থা করেছেন। তারই অংশ হিসাবে শিক্ষক-শিক্ষিকাদের উপহার প্রদান করা হলো। শুধু এ শিক্ষাপ্রতিষ্ঠানে নয়। সকল সরকারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

এসময় পৌরসভার প্যানেল মেয়র ঝর্ণা বেগম,কাউন্সিলর মকছেদ আলী,পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন