নিজস্ব প্রতিবেদক:
গোরস্থানের গেট ভাঙ্গা নিয়ে গাংনীতে দুই গ্রামবাসীর সংঘ*র্ষে নিহত ১ \ ভাংচুর ও অগ্নি*সংযোগ ।
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম ও রামনগর গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অগ্নি সংযোগ ও ভাংচুর করেছে নিহত হৃদয় হোসেনের পক্ষের লোকজন। আজ বুধবার দুপুরে এ সংঘর্ষ হয়।
নিহত হৃদয় চরগোয়ালগ্রামের দিনমজুর শাহাদত হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, চরগোয়ল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের অবস্থান রামনগর ও চরগোয়াল গ্রামের মাঝে মাঠের মধ্যে । ৪/৫ দিন আগে রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ওরফে মিরা নামের এক ব্যক্তি ট্রাক্টর ট্রলি নিয়ে মাঠে যায়। ট্রলি ঘোরাতে গিয়ে গোরস্থানের গেরে কিছু অংশ ভেঙ্গে যায়। গেটের ক্ষতিপূরণের দাবিতে চরগোয়াল গ্রামের লোকজন আজ বুধবার দুপুরে রামনগর গ্রামের বাজারে যায়। এক পর্যায়ে ট্রাক্টর ট্রলির চাবি কেড়ে নেয় চরগোয়াল গ্রামের কয়েকজন। এসময় জান্নাত অটো নামের একটি দোকানে বসে মিমাংসার আলোচনা চলচিল। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাতবিতÐা এবং সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় চরগোয়াল গ্রামের হৃদয় ও জান্নাত অটোর মালিক জান্নাত আলীসহ আরও কয়েকজন। স্থানীয়দের তাদেরকে উদ্ধার করে বামন্দীর একটি হাসপাতালে নিয়ে গেলে হৃদয় মৃত্যু বরণ করে।
এ খবর পেয়ে চরগোয়াল গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়ে জান্নাত অটোতে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এতে দুটি মোটরসাইকেল ও দোকানের সব কিছু পুড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্তণে আনে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাÐের সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।