নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় জাওয়াদ নিম্নচাপে পরিণত হওয়ায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সোমবার তৃতীয় দিনের মতো মেহেরপুরে সূর্যের দেখা মেলেনি। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানায়, বৃষ্টি ছাড়াও সারাদেশে দমকা হাওয়া বইতে পারে। রবিবার বিকাল থেকে সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। ঘূর্ণিঝড় জাওয়াদ শুরু হওয়ার আগে থেকেই গত শনিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত মেহেরপুরের আকাশে সূর্যের আলো দেখা যায়নি।
গতকাল রবিবার দিনের অধিকাংশ সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও বিকেলের পর থেকে সারারাত বিরতিহীনভাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর পর্যন্ত কখনো মাঝারি কখনো হালকা এবং কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে।
বৃষ্টির কারণে মানুষজন মূলত গৃহবন্দি হয়ে পড়েছে। নিতান্ত জরুরী কাজ ব্যতীত কেউ বাইরে বের হয়নি। মেহেরপুরের প্রধান প্রধান সড়কগুলোতে গুটিকয়েক ইজিবাইক, ভ্যান, রিক্সা চলাচল করতে দেখা গেছে। সোমবার সারাদিনই একই অবস্থা বিরাজ করবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।