Home » চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে, মেহেরপুর বিক্ষোভ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে, মেহেরপুর বিক্ষোভ

কর্তৃক xVS2UqarHx07
80 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:  

 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি র‍্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড মারুফ আহমেদ বিজন। আরও বক্তব্য রাখেন এ্যাড মখলেছুর রহমান স্বপন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনিযুক্ত পিপি আবু সালেহ মোঃ নাসিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্যাইবুনাল এর নব নিযুক্ত পিপি এ্যাড মোস্তাফিজুর রহমান তুহিন অরন্য,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড এএসএম সাইদুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আসাদুল আজম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। 

খুব সমাবেশে বক্তারা বলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও তারা আরও বলে মেহেরপুরের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা আওয়ামী লীগের দালালী করেন। তাদের অপসারণের দাবিও জানায় তারা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন