আজকের মেহেরপুর ডেক্স:
কু্ড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু। আহত ১জন। এলাকায় শোকের ছায়া।
জানা গেছে, উপজেলার চর শাখাহাতি এলাকায় বজ্রপাতে দুই কর্মজীবি যুবকের মৃত্যু।
শুক্রবার চর শাখাহাতি এলাকায় পাট ধোঁয়া কাজে নিয়োজিত থাকা কালিন বিকাল ৩ টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয় এসময় কাজে নিয়োজিত অষ্টমীর চর এলাকার তমশের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই এলাকার সোনামিয়া ও আঃ ছামাদ বজ্রপাতে আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের চিলমারী হাসপাতালে আনলে দায়িত্বরত ডাক্তার আল আমিন হোসেন রাকিব, সোনা মিয়া ও জাহাঙ্গীর আলমকে মৃত্যু বলে ঘোষণা করেন। এবং আহত আঃ ছালামকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করেন।
বজ্রপাতে ২ কর্মজীবি যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার। বজ্রপাতে অকালে ২ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।