Home » চুয়াডাঙ্গায় জেলা সার-বীজ মনিটরিং এর মাসিক সভা অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গায় জেলা সার-বীজ মনিটরিং এর মাসিক সভা অনুষ্ঠিত।

কর্তৃক xVS2UqarHx07
31 ভিউজ

 

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গায় প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে,রোববার, ১৫ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

 

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক ও সজিব হোসেন এবং জেলার চারটি উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএডিসি ও বিএফ এর প্রতিনিধি, সাংবাদিক, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কৃষকদের কাছে সারের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করলে কৃষকদের আর্থিক সুরক্ষা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

 

এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা জেলার সার ও বীজ সরবরাহ পরিস্থিতি, কৃষি খাতের উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় কৃষিখাত উন্নয়নের প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে সম্মিলিত প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয় ,

সভায় কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের প্রস্তাবের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধিকে জেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন