স্টাফ রিপোর্ট জাহাঙ্গীর আলম মানিক:
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক ঐক্য দাবী-দাওয়ায় সিদ্ধান্ত মোতাবেক অবৈধ যান নসিমন, করিমন,
আলমসাধু যাত্রী বহন করতে পারবে না, ইজিবাইক একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাচল করবে
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষ অদ্য ০৭.৯.২০২১ তারিখ বিকাল ১৮:৩০ ঘটিকায় জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার, সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা বাস- মিনিবাস মালিক ঐক্য পরিষদের সদস্য ১। জনাব মোঃ হাবিবুর রহমান,২। হাজী মোঃ আবুল কালাম,৩। সাইফুল হাসান জোয়ার্দার,৪। হাজী মোঃ রিপন মণ্ডল,৫।এ কে এম মঈন উদ্দিন সাহেব সহ মালিক শ্রমিক ঐক্য পরিষদের অন্যান্য নেতাকর্মী।
সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় অবৈধ যান নসিমন, করিমন, আলমসাধু যাত্রী বহন করতে পারবে না। ইজিবাইক একটি নির্দিষ্ট সীমার মধ্যে চলাচল করবে, ঝিনাইদহ মেহেরপুর রুটে অবৈধ যান চলাচল করতে পারবে না, আগামী ১৫ দিন পরে অন্য সড়কে আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।