দামুড়হুদা প্রতিনিধি হাফিজুর রহমান:
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তি করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন (২৮ আগস্ট – ৩ সেপ্টেম্বর ২০২১) উপলক্ষে মাথাভাঙ্গা নদী (পুলিশ পার্ক সংলগ্ন) চুয়াডাঙ্গা মাছের পোনা অবমুক্তি করণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জনাব দীপক কুমার পাল সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।