Home » চুয়াডাঙ্গা রেল লাইনের পাশ থেকে গাংনীর ছেলে রামিমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

চুয়াডাঙ্গা রেল লাইনের পাশ থেকে গাংনীর ছেলে রামিমের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

কর্তৃক xVS2UqarHx07
217 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ট্রেন লাইনের পাশ থেকে রা‌মিম হাসান (১৮) না‌মের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়া ছাগল ফার্ম এর পিছনের এলাকার রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রা‌মিম হাসান মেহেরপুরের গাংনী উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড (গাংনী কেন্দ্রীয় ঈদগাহপাড়া) জহুরুল ইসলা‌ম (সিঙ্গাপুর প্রবাসী) এর ছে‌লে।

মুত‌্যুর স‌ঠিক কারণ এখনও নির্ণয় কর‌তে পা‌রে‌নি পু‌লিশ। রামিম হাসানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

একমাত্র ছে‌লের অকাল মৃত‌্যু‌র খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসী পিতা জহুরুল ইসলাম। ছেলের মুখখানা দেখার জন্য সিঙ্গাপুর থে‌কে বা‌ড়ির উ‌দ্দে‌শ্যে রওনা হয়েছেন তিনি।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, বুধবার সকালে ঘোড়ামারা ব্রিজের অদূরে পাঁচ ফোকট নামক স্থানে রেললাইনের উপর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হবে।

নিহ‌তের চাচা জা‌হিদুল ইসলাম জানান, তার বড় ভাই জহুরুল ইসলাম সিঙ্গাপুর থে‌কে মোবাই‌লে ছে‌লের মৃত‌্যুুর বিষয়‌টি জানায়। তখন চুয়াডাঙ্গা হাসপাতাল ম‌র্গে গি‌য়ে লা‌শের প‌রিচয় শনাক্ত ক‌রা হয়। জানা গে‌ছে, রা‌মিম হাসান তার মা‌য়ের সা‌থে চুয়াডাঙ্গা‌ শহ‌রে ভাড়া বাসায় বসবাস কর‌তো।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মে) বিকেল তিন ঘটিকার সময় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে গাংনী কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন