Home » চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

কর্তৃক xVS2UqarHx07
95 ভিউজ

জাহাঙ্গীর আলম মানিক চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে (২৭) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়ায় ঘটনাটি ঘটে।

নিহত আল ইমরান গোবিন্দপুর এলাকার জুড়োন আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় আল ইমরান গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাংকার ফকরুলের বাড়ির সামনে বসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে তাকে ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সরে পড়ে। পরে স্থানীয়রা ইমরানকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফাতেমা ক্লিনিকে, পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, পূর্বশক্রতার জেরে আল ইমরানকে তিন দুর্বৃত্ত ধারালো রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকের জন্য পুলিশ কাজ করছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন