জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে ফাল্গুনের শুরুতে বৃষ্টির সঙ্গে শিলা পড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
আজ রবিবার ২৭ ফেব্রুয়ারি বেলা ৩ টার সময় আকাশে মেঘ দেখা দেয়। কিছু সময় পরেই শুরু হয় মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি শুরু হয়। ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। এছাড়া উপজেলায় অন্যান্য বিভিন্ন এলাকায় শুধুমাত্র বৃষ্টির খবর পাওয়া গেছে।
হঠাৎ শিলাবৃষ্টিতে আমের মুকুল, লিচুর মুকুল,সজনে ফুল, পেপে গাছের,ক্ষয়ক্ষতি হয়েছে।বৃষ্টি থামার সাথে সাথে ঘর থেকে মানুষ রাস্তায় নেমে এসে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকের ফসল ক্ষেতে গিয়েছে। আগামীকাল সোমবার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হবে।