জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের আনসারবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ই জুন) বিকাল ৪টার সময় ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আন্দুলবাড়িয়া গ্রামের মীরপাড়ার নজরুল ইসলামের ছেলে খলিলুর রহমান (৩২) এবং মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে দুখু মন্ডল (৪৫)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোপাল চন্দ্র, এএসআই মহানন্দ রায়, এএসআই রুহুল আমিন এবং এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার বিকালে জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে পেয়ারাভর্তি দুটি কার্টুন হতে ১১৪ বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক দুইজনকে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।