নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর শহরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পানির পাম্প (মোটর) অন করে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে সদর হাপসাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মাহফুজা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার মৃত শেরেগুলের স্ত্রী ও তিন সন্তানেন জননী।
নিহত মাহফুজা খাতুনের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে বাড়ির কিছু কাজ শেষ করে বৈদ্যুতিক পানির পাম্প চালু করে গোসল করতে যান বৃদ্ধ মাহফুজা। ঠিক তখনি বৈদ্যুতিক ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের সদস্যরা বৃদ্ধ মাহফুজাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান বলেন, ‘বিকেলে পরিবারের সদস্যরা মাহফুজা নামের এক বৃদ্ধাকে জরুরি বিভাগে নেয়। তিনি গোসল করার জন্য বৈদ্যুতিক মোটর অন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন বলে জানতে পেরেছি। তবে জরুরি বিভাগে মাহফুজাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাপসাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়।’