Home » চেতনা’ ৭১ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

চেতনা’ ৭১ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
424 ভিউজ

কুষ্টিয়া প্রতিনিধি কে এম শাহীন রেজা:

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর বালিয়াপাড়া গ্রামের চেতনা”৭১ সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ও কুষ্টিয়ার হাদি হানিফ প্রাইভেট হাসপাতালের সৌজন্যে আলামপুর বালিয়াপাড়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ ২৯ শে অক্টোবর শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার নাজমা খাতুন ও ডাক্তার মাহফুজুর রহমান। এছাড়াও ডাক্তারের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন হীরা ও ইমরান। বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে বালিয়াপাড়া, রাতুলপাড়া, ভবানীপুর, আলামপুর, কুড়িপাড়া সহ আশপাশের অসুস্থ রোগীরা সেবা নিয়েছেন।

চেতনা’৭১ সমাজ কল্যাণ সংস্থা কঠোর পরিশ্রমে মাঝে মধ্যেই নানা ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে আসতে দেখা গেছে। বেশ কয়েকদিন আগে তারা ব্লাড গ্রুপিং ক্যাম্পও করেছে। সমাজের সেবাই তারা সর্বদা অবিচল এই মূলমন্ত্র নিয়ে গুটিগুটি পায়ে তারা এগিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে চেতনা ৭১ সমাজকল্যাণ সংস্থার সভাপতি রিপনুর জামান ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম (বিপুল) বলেন, আমরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সমাজ সেবামূলক কর্মকান্ড করে আসছি, আগামীতে আরো সমাজ সেবামূলক কর্মকান্ড করে যাব এই প্রত্যাশা ব্যক্ত করছি।

ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে সপ্তাহব্যাপী সার্বিকভাবে সহযোগিতা করেন চেতনা’৭১ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তুহিন মালিথা, কোষাধ্যক্ষ সোহেল রানা,ক্রীড়া সম্পাদক লিটন হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মওলা,তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম সহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন