Home » ছবিতে কয়টি নাম্বার দেখতে পাচ্ছেন,যাচাই করে নিন দৃষ্টিশক্তি?

ছবিতে কয়টি নাম্বার দেখতে পাচ্ছেন,যাচাই করে নিন দৃষ্টিশক্তি?

কর্তৃক xVS2UqarHx07
551 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ ভাইরাল। সাদাকালো দাগ কাটা একটি চক্রের মধ্যে লুকানো রয়েছে কয়েকটি সংখ্যা। প্রথম দর্শনেই ৩-৪টি সংখ্যা চোখে পড়ে। তবে আসলে ঠিক কতটি সংখ্যা আছে এই ছবিতে, তা নিয়েই মেতেছেন ইন্টারনেট ব্যবহারকারী।

বিনোনওয়াইন নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবিটিতে ভালো করে খেয়াল করলে প্রথমেই ৫২৮ সংখ্যাগুলো নজরে আসবে। তবে এর বাইরেও লুকিয়ে আছে আরও সংখ্যা?

এক টুইটার ব্যবহারকারী বলেছেন, তার চোখে ধরা পড়েছে ‘১৫২৮৩’ সংখ্যাগুলো। আবার আরও একজন বলেছেন, ‘৪৫২৮৩’। অন্য একজন বলেছেন, ‘৩৪৫২৮৩৯’। আপনার চোখে কতকটি সংখ্যা ধরা পড়ছে?

সূত্রঃ যমুনা টিভি

০ মন্তব্য

You may also like

মতামত দিন