Home » জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার থাকলে মুজিবনগর বাসীর উন্নয়ন হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার থাকলে মুজিবনগর বাসীর উন্নয়ন হবে

কর্তৃক xVS2UqarHx07
169 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর বাসিকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সরকার থাকলে মুজিবনগর বাসীর উন্নয়ন হবে। আজ শুক্রবার দুপুরে মুজিবনগর দর্শনা অঞ্চচলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন একথা বলেন।
জেলা প্রশাসক ড. মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ও সড়ক সাকেল (কুস্টিয়া) ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ করিম।

আনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, আমাদের জাতীর পিতার নামে নামকিত মুজিবনগর। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার এখানে শপথ গ্রহণ করে। মুজিবনগর নামকিতর করনে ৭১এর পরাজিত শক্তি যারা ৭১ এর স্বাধীনা বিরোধীতা করেছিলো তারা এই মুজিবনগরের উন্নতি করেনি। এটি হচ্ছে বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার তাই এই এলাকাকে বঞ্চিত করে রাখা হয়েছিল । ১৯৯৬ সালে দির্ঘ ২১ বছর পরে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালানার দায়িত্ব নিলো তখনই মুজিবনগরের উন্নয়ন শুরু হলো। কিন্তু ২০০১ সালে ষড়যন্ত্রর নির্বাচনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করা হলো । এরপরে মুজিবনগরের ণির্মান কাজ নিয়েও ষড়যন্ত্র করা হয়েছে। ইতিহাসের বিকৃতিও করা হয়েছে এখানে। বর্তমানে প্রধান মন্ত্রীর নিদেশে একটি তালিকা করে মুজিবনগর কপ্লেক্ষের আধুনিকায়নের কাজের পিপি শেষ পযায়ে রয়েছে। এই অর্থ বছরের এখানকার উন্নয়ন কাজ শুর হবে। মুজিবনগর বাসিকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ সরকার থাকলে মুজিবনগর বাসীর উন্নয়ন হবে। তাই মুজিবনগরের মানুষদের মুজিবের আদর্শ, মুক্তিযুদ্ধেও মূল চেতনায় থাকতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তবদেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহীম শাহিন, মহাজন পুর ইউনিয়নের চেয়ার ম্যান ও মুজিবনগর উপজেলা আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদেও চেয়ার ম্যান আয়ুব হোসেন প্রমূখ।
পরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ১শ ৪৯ কোটি টাকা ব্যায়ে ২৮ কি. মি. মুজিবনগর দর্শনা অঞ্চচলিক মহাসড়কের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থ স্থাপন ও উদ্ভোধন ঘোষনা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন