Home » জমিজমা সংক্রান্ত বিরোধে গাংনীতে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করলেন পিতা-পুত্র

জমিজমা সংক্রান্ত বিরোধে গাংনীতে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করলেন পিতা-পুত্র

কর্তৃক xVS2UqarHx07
200 ভিউজ

গাংনী অফিসঃ

গত কয়েকদিন আগেই মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে একজন নিহত ও ১০ হয়েছেন। এ ঘটনার জের না কাটতেই গত রবিবার দুপুরে গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের দুল্লভপুর গ্রামে এক সৌদিপ্রবাসীর স্ত্রীকে পিতা-পুত্র মিলে পিটিয়ে জখম করেছেন। অবচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

স্থানীয়রা জানান, গত রবিবার দুপুরে দুল্লভপুর গ্রামের খেদ আলী ও তার ছেলে ইকবাল একই গ্রামের সৌদি প্রবাসী মকলেছুর রহমানের নিজ জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ জোরপূবক কাটতে যায় এসময় সৌদি প্রবাসী মকলেছুর রহমানের স্ত্রী মুনজুরা খাতুন বাধা দেয়। এসময় খেদ আলী ও তার ছেলে ইকবাল লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক প্রবাসীর স্ত্রী মুনজুরার শারীরিক অবস্থা খারাপ থাকায় হাসপাতালে ভর্তি করে।

শারীরিকভাবে সুস্থ্য হয়ে গাংনী থানায় মামলা দায়ের করবে বলে জানান ভুক্তভোগি পরিবার।

০ মন্তব্য

You may also like

মতামত দিন