নিজস্ব প্রতিবেদক:
জমি দখলে বাধা দেওয়াই প্রতিপক্ষের হামলায় মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সহ ৪ ব্যক্তি আহ
জমি দখলে বাধা দেওয়াই প্রতিপক্ষের হামলায় মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সহ ৪ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে সাবেক পৌর কাউন্সিলর ইমতিয়াজ আহমেদ ইন্তাজ, লতিফুন নেসাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর শহরের মন্ডলপাড়া এর ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর শহরের মন্ডলপাড়ার আবুল হোসেনের ছেলে আনারুল নেতৃত্বে তার লোকজন মনসুর আলীর ছেলে সাবেক কাউন্সিলর ইমতিয়াজ হোসেন ইন্তাজ একটি জমি দখল করতে আসে। এসময় ইমতিয়াজ হোসেন ইন্তাজ বাধা দিতে গেলে তার উপর হামলা চালানো হয়।
হামলায় সাবেক কাউন্সিলর ইমতিয়াজ হোসেন ইন্তাজ, লতিফুন্নেসা,জিল্লুর রহমানের ছেলে মনসুর আলী, মিজানুর রহমানের ছেলে রাফি আহত হয়। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহত ইমতিয়াজ হোসেন ইন্তাজ জানান, দীর্ঘদিন পূর্বে কেনা আমার বাড়ির সামনের একটি জমি হঠাৎ করে সকালের দিকে আনারুল,আজিজুল হকের ছেলে শান্ত, কানন, কনকের ছেলে আবু বক্করসহ তার লোকজন আমার জমি দখল করতে আসে। এ সময় আমি বাধা দিতে গেলে আমার উপর হামলা করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ইমতিয়াজ জানান।