আজকের মেহেরপুর ডেস্ক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেহেরপুরের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্ব শহরের কোট সড়কে মেসার্স নিউ পল্লী শ্রী জুয়েলার্সে অভিযান পরিচালিত হয়। এসময় ২২ ক্যারেট বলে বিক্রি করা স্বর্ণের দুল পরীক্ষা করে ২০.৪৫ ক্যারেট পাওয়া যায়।
ক্যারেটে প্রতারণার দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে শহরের বড় বাজার এলাকায় গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় নোংরা পরিবেশের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন গাংনী র্যাব-৬ এর কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তাজিমুল হক।