নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা সাহিত্য একাডেমির আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭/৮/২১ইং) রাত ৮টায় নগরীর খালিশপুরে খুলনা সাহিত্য একাডেমির নিজস্ব কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কবি ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলামের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোমেনশাহী দর্পণের প্রধান সম্পাদক ও প্রকাশক শিক্ষাবিদ মোঃ জুবায়েদ হোসেন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- কবি ও গল্পকার সুমন খান, কন্ঠশিল্পী মাসুদ মইন, সামুদ্রিক কবি সালমান ফারসি, মোঃ কামরুল ইসলাম, মোঃ ফাহিম হোসেন, রফিকুল ইসলাম মুন্না, কবি মেহেবুব মল্লিক, নাসির উদ্দীন, রুবেল মিয়া, সিদ্দিকুর রহমান, দীন ইসলাম, হায়দার আলী, সৌদীপ প্রমুখ।