নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ
জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারের এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
তারা হলেন- নুরুল হুদা, পারভেজ হোসেন,আসকার আলী, সামাল হোহেন, আশিকুর রহমান, মনিরুল ইসলাম, শাজাহান আলী, পারভেজ মিয়া, আব্দুল ওহাব, কালু শেখ, শারজেন আলী খবির ।
গ্রেফতারকৃত নুরুল হুদা সদর উপজেলার বন্দর গ্রামের গোলাম মোস্তফার ছেলে, পারভেজ হোসেন মোস্তফা শেখের ছেলে, আসকার আলী অপরাধী ছেলে, সামাল হোহেন আত্তাব আলীর ছেলে, আশিকুর রহমান ইন্নাত আলীর ছেলে, মনিরুল ইসলাম চক শ্যামনগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে, শাজাহান আলী ছাকন আলীর ছেলে, পারভেজ মিয়া আরিফুল ইসলামের ছেলে, আব্দুল ওহাব,হামিদুল ইসলামের ছেলে, কালু শেখ রমজানের ছেলে, শারজেন আলী কাতব আলীর ছেলে এবং খবির হাজারী মল্লিকের ছেলে।
জানাগেছে গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এস আই মোমিনুর রহমানের নেতৃত্ব পুলিশের একট দল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারের এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটক নেতা কর্মীরা নাশকতা সৃষ্টির লক্ষে সমবেত হচ্ছিল বলে পুলিশ জানায়।