চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
চুয়াডাঙ্গা জেলার জীবননগ উপজেলার
সীমান্ত ইউনিয়নের হাবিবপুর পূর্ব পাড়ায়
ধান বোঝাই গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু আল আমিন দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে তার পরিবারে লোকজন উদ্ধার করে।
জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফাট করেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল আমিন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর পূর্ব পাড়ার উজ্জল আলির ছেলে। স্থানীয়দের সূত্রের জানাযায় শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল শিশু আল আমিন এসময় একটি ধান বোঝাই গরুর গাড়ির চাকার নিচে পড়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশু টি মারা যায়। আল আমিনের বুকের হাড় ভেঙে গেছে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেক বলেন, সদর হাসপাতালে নিয়োজিত পুলিশ সদস্যদের কাছ থেকে ঘটনা শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।