আজকের মেহেরপুর ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর ভিত্তি করে নির্মিত “আমার বঙ্গবন্ধু ” মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জুমের মাধ্যমে “আমার বঙ্গবন্ধু ” মোবাইল অ্যাপ এর উদ্বোধন করেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি) সার্বিক ব্যবস্থাপনায় “আমার বঙ্গবন্ধু ” মোবাইল অ্যাপ নির্মিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের পি ইউ ও রাশেদুজ্জামান, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় টি ইউ ও আব্দুস সালাম, সামরিক স্টাফ কর্পেরাল আব্দুল বাসেতসহ ক্যাডেট বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।