আজকের মেহেরপুর ডেক্স:
হেরোইন সেবন করার অপরাধে সাইফুল ইসলাম নামের এক যুবককে ৩ মাসের কারাদন্ড এবং ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাইফুল ইসলামকে ৩ মাসের কারাদন্ড এবং ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাইফুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড পাড়ার সোহরাব হোসেনের ছেলে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস আদালত পরিচালনা করেন।
এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে হেরোইন সেবন অবস্থায় সাইফুল ইসলামকে আটক করা হয়।
এদিকে একই দিনে মেহেরপুর শহরের চক্ক পাড়ায় পৃথক অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের চক্র পাড়ার গোলাম কিবরিয়া জামাতা বকুলের বাড়িতে অভিযান চালান। এসময় বকুলের ঘর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। অভিযানের পূর্বাভাস পেয়ে বকুল আলী পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।