মেহেরপুর প্রতিনিধি:
বুধবার সকালে মেহেরপুর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের বাসভবন প্রাঙ্গণে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল উপস্থিত থেকে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল সাধারণ, সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুবলীগ নেতা মামুন, সাদাত নূর,সাইফুল নসির, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ।