আজকের মেহেরপুর ডেস্ক:
জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন । বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে জাতীয় পতাকা, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবসের দিন ব্যাপী কর্মসূচি সূচনা করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ জাতীয় পতাকা দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল দর্পণ করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এম এ খালেক পুষ্প মালা অর্পণ করেন। এ ছাড়াও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগ,মেহেরপুর পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, যুব মহিলা লীগ, কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম।
মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, পৌর কাউন্সিলর রোকসানা কামাল, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।