নিজস্ব প্রতিবেদন:
আজ ৮ই নভেম্বর ২০২১ সোমবার দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে উপরোক্ত হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম এ সামাদ উক্ত সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে জনগণের ভোটের অধিকার হরণ করেছে সীমাহীন দুর্নীতি লুটপাট চালাচ্ছে করোনা মহামারির কারণে দেশের মানুষ এমনিতেই দিশেহারা নিত্যপণ্যের মূল্য ইতিমধ্যে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। সরকার জনগণের দায়িত্ব নিচ্ছে না। আবার হঠাৎ রাতের অন্ধকারে ডিজেল, কেরোসিন তেল, এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। যা মরার উপর খাঁড়ার ঘা’র শামিল। জ্বালানীর মূল্য বৃদ্ধির অজুহাতে পরিবহন ভাড়াও বৃদ্ধি করা হয়েছে। এখন পন্য পরিবহন ব্যয় বেড়ে যাবে। বাজারে বাড়বে পণ্য মূল্য। এর আঘাত পড়বে এদেশের শ্রমজীবী মেহনতী মানুষের উপর সরকারের সীমাহনি দুর্নীতি লুটপাটের দায় জনগণের কাঁধে চাপাতেই জ্বালানীর মূল্য বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ইং নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজধানী ঢাকায় হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। প্রিয় রাজধানীবাসীকে এই হরতাল পালন করে জনগণের দাবী আদায়ের লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, কমরেড আমিনুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড তারিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কমরেড আলাউদ্দিন, গণতান্ত্রিক নারী মঞ্চের নেত্রী কমরেড মিলি, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন প্রমুখ।