Home » ঝিনাইদহের আইনজীবী সুকুমার বিশ্বাস আর নেই

ঝিনাইদহের আইনজীবী সুকুমার বিশ্বাস আর নেই

কর্তৃক xVS2UqarHx07
145 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ্যাড সুকুমার বিশ্বাস আর নেই। শনিবার সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আইনজীবী সুকুমার বিশ্বাস শহরের কলাবাগানপাড়ার বাসিন্দা ও সদর উপজেলার হরিশংকরপুর গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড জাকারিয়া মিলন খবর নিশ্চিত করে জানান, দীর্ঘদিন তিনি পক্ষাঘাত প্রাপ্ত হয়ে অসুস্থ ছিলেন। শনিবার তিনি দ্বতীয় দফায় স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাধারণ আইনজীবরা গভীর শোক প্রকাশ করেছেন। এ্যাড সুকুমার বিশ্বাসের মৃত্যুর খবরে তার স্বজন, পরিবার পরিজন, মক্কেল, আইনজীবী সহকারী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন