Home » ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০টি সোনার বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০টি সোনার বার উদ্ধার

কর্তৃক ajkermeherpur
504 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৭ফেব্রুয়ারি-২২) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজিরবেড় ইউপির নিশ্চিন্তপুর গ্রামের মাঠ থেকে এই সোনা মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউপির নিশ্চিন্তপুর গ্রামের মাঠের মধ্যে সোনার বার পড়ে থাকতে দেখে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৪ লাখ ১৩ হাজার ৫০৭ টাকা মুল্যের এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন