ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক শামিমুল ইসলাম শামীম সহ ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন ও সদস্য এইচ এম ইমারান হোসেন সহ ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান সাধারন সম্পাদক মাহমুদুল হাসান টিপু, সহ সম্পাদক কে এম সালেহ, প্রেসক্লাবের সিনিয়ার সাংবাদিক সাইফুল মাহমুদ, দেলোয়ার কবির, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক সাহিদুল এনাম পল্লব প্রমুখ।
মানব বন্ধনে প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান বলেন যে সওজের এক প্রকৌশলী এক নারীর সাথে পরকীয়া করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে বিভিন্ন জানের নিকট সরবরাহ করেছে। সেই সংবাদ সাংবাদিক গন প্রচার করেছে । যার কারনে ঐ প্রকৌশলীর তার অপকর্ম আড়াল করার জন্য সাংবাদিক দের নামে মিথ্যা হয়রানী মূলক মামলা দায়ের করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানায় সেই সাথে তিনি ঝিনাইদহ সুযোগ্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের এই হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা যদি না হয় তাহলে ঝিনাইদহ সাংবাদিকেরা প্রয়োজনে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ সমাবেশ স্মারক লিপি প্রদান সহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই সাথে সাংবাদিক নির্যাতনকারী ডিজিটাল নিরাপত্তা কাল আইন বাতিলের জোর দাবী জানায়।