ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
“তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’’ এই শ্লোগানকে প্রতিপাদ্যে করে মঙ্গলবার ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভঅপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহের ডিসি মোঃ মজিবর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু যেসকল অধিকারের কথা বলেছিলেন, বর্তমান সরকার সেই সকল অধিকার নিশ্চিতে কাজ করছে। তথ্য অধিকার আইন, ২০০৯ অর্থাৎ তথ্যের অধিকার তারই অংশ। সকল কার্যালয়ের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে। তথ্য প্রকাশে কোনো ঘাটতি থাকলে প্রতিষ্ঠানসমূহকে নিজ উদ্যোগে প্রকাশ করতে হবে। তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য দৃশ্যমান রাখা হচ্ছে, ঘাটতি থাকলে পুরণ করতে হবে। জনগণের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তা একদিনে হয়নি বরং দীর্ঘদিনের কর্মফল। আয়োজিত আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সহযোগী সংগঠন হিসেবে অংশগ্রহণ করে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সনাক ও ইয়েস সদস্য, শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।