ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজানআলী:
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে আরও একজন করোনার সংক্রমণে মারা গেছেন। জেলায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেকটায় কমে গেছে। পাশাপাশি সুস্থতার হার বেড়েছে।
সিভিল সার্জন ড. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনায় এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬৪ জনে দাঁড়ালো। এদের মধ্যে সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে সদরে ২১৩ জন, শৈলকূপায় ১৮ জন, হরিণাকুন্ডুতে ৯ জন, কালীগঞ্জে ১০ জন, কোটচাঁদপুরে ৭ জন ও মহেশপুরে ৭ জন।
আজ সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ১২৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২১ জনের পজিটিভ এসেছে। আক্রান্তের হার ১৬.৫৩% ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৯৭ জন। এছাড়াও করোনার সাথে লড়াই করে মোট জেলায় সুস্থ হয়েছে ৭ হাজার ৯৯৮ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৭ ও আইসোলেশনে ১১ জন।