ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
বেশ কয়েকদিন পর ঝিনাইদহে গত ২৪ ঘটায় করোনা উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৭জন। জেলায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেকটায় কমে গেছে। তবে সুস্থতার হার বেড়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘটায় ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬৫ জনে দাঁড়াল।
এদের মধ্যে সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে সদরে ২১৪, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহশপুরে ৭ জন।