ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
খুলনাস্ত,ঝিনাইদহ কল্যান সমিতি,খুলনা এর এক বিশেষ সভা আহবান করা হয়েছে। ঝিনাইদহ কল্যান সমিতির আহবায়ক মেসার্স মডার্ন সী ফুড ইন্ডাষ্ট্রিজ লিঃ(হিমায়িত খাদ্য) এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেজাউল হকের ৪,টি.বি বাউন্ডারী রোড, মৌলভী পাড়া, খুলনা এর নিজস্ব অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
ঝিনাইদহ কল্যান সমিতি খুলনা এর আয়োজনে শনিবার বিকালে (১৮সেপ্টেম্বর)২০২১সাল এই সাধারন সভা ও মদবিনিময় সভায় সভাপতিত্ব করবেন সমিতির আহবায়ক আলহাজ্ব রেজাউল হক এবং মদবিনিময় সভাটি পরিচালনা করবেন সহযোগী অধ্যাপক ও জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার সমিতির সদস্য সচিব ড.সাইদুর রহমান।
ঝিনাইদহ কল্যাণ সমিতি,খুলনা,একটি সেবা মূলক ও কল্যান মূখী সংগঠন।ঝিনাইদহ জেলার অনেক অধিবাসী কার্য উপলক্ষে ও পেশাগত কারনে খুলনা জেলায় বসবাসরত আছেন।এই খুলনা জেলায় আবস্থানকারী ঝিনাইদহ জেলার অধিবাসীদের ভ্রাতৃত্ববোধ,সৌহাদ্যপূর্ন সম্পর্ক,সাংস্কৃতিক বিকাশ ও ঔক্য গড়ে তোলার লক্ষ্যে একটি অরাজনৈতিক সেবামূলক ও কল্যানমূখী সংগঠন বা সমিতি প্রতিষ্ঠা হয়েছিল।ঝিনাইদহ কল্যাণ সমিতি,খুলনা,০২/০৪/২০০৪ সালে গঠিত হয়।প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক জেলা প্রশাসক খুলনা জনাব আফতাব হাসান এবং প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হচ্ছেন সাবেক পুলিশ কমিশনার কে এম.পি খুলনা জনাব শেখ মোহাঃ সাজ্জাত আলী।উল্লেখঃ-গত ১৮/০৩/২০২০ তারিখ খুলনাস্থ ঝিনাইদাহ কল্যাণ সমিতি’র আহবায়ক কমিটি গঠন হয়েছে।আহবায়ক -জনাব আলহাজ্ব মোঃ রেজাউল হক, ব্যবস্থাপনা পরিচালক-মডার্ন সী ফুড।যুগ্ম-আহবায়ক জনাব এ্যাডভোকেট হারুন-অর রশিদ হেলাল, কর আইনজীব, জনাব মোঃ গিয়াস উদ্দিন, পরিচালক(প্রশাসন), মোংলা বন্দর কর্তৃপক্ষ জনাব ডাঃ মোঃ রেজাউল করিম, ভেটেরিনারি অফিসার (ফুড-সেফ্টি), খুলনা সিটি কর্পোরেশন,খুলনা।সম্মানিত সদস্য জনাব গোলাম মাহমুদ,জনাব এম.এ মতিন পান্না,জনাব শামীমুল হক শামীম,জনাব আবু নুরাইন খন্দকার মাকুন,জনাব রাশেদুজ্জামান রিপন,জনাব মোঃ সিহাব উদ্দিন সদস্য সচিব জনাব ড.সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক ও জাতীয় ক্রীড়া ধারা ভাষ্যকার।
খুলনা জেলায় আবস্থানকারী ঝিনাইদহ জেলার অধিবাসীদের ভ্রাতৃত্ববোধ,সৌহাদ্যপূর্ন সম্পর্ক,সাংস্কৃতিক বিকাশ ও ঔক্য গড়ে তোলার লক্ষ্যে খুলনাস্ত,ঝিনাইদহ কল্যাণ সমিতি খুলনা এর সকল সদস্যকে উক্ত মতবিনিময় সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করছেন ঝিনাইদহ কল্যাণ সমিতি,খুলনা এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আহবায়ক কমিটির সদস্য ও মুখপাত্র সাংবাদিক শামীমুল ইসলাম শামীম।