Home » টাঙ্গুয়ার হাওর শীর্ষক প্রকল্প দলিল প্রণয়নের জন্য কর্মশালা

টাঙ্গুয়ার হাওর শীর্ষক প্রকল্প দলিল প্রণয়নের জন্য কর্মশালা

কর্তৃক xVS2UqarHx07
264 ভিউজ

সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলাম স্বাধীন:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর
টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তর প্রস্তাবিত টাঙ্গুয়ার হাওর শীর্ষক প্রকল্প দলিল প্রণয়নের জন্য কর্মশালা অনুষ্টিত। (১৯ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টায় তাহিরপুর উপ‌জেল‌া বঙ্গবন্ধু মিলনায়তনে প‌রি‌বেশ অ‌ধিদপ্তর ও ইউএন‌ডি‌পির যৌথ উদ্যো‌গে ই‌কো সি‌ষ্টেম বেজড টাঙ্গুয়ার হাওর প্রকল্প নি‌য়ে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্টিত হয়। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে ড. মোজা‌ম্মেল হক কোঅ‌র্ডিনেটর, ইউএন‌ডি‌পি এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কনসালটেন্ট ডঃ গোলাম রসুল, সহকারী কশিশনার(ভূমি)তাহিরপুর মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান উদ-দৌলা,এনভায়রন‌মেন্ট এন্ড সোস‌্যাল সেইফ গার্ড এক্সপার্ট মিজানুর রহমান, লাইভ‌লিহুড এক্সপার্ট মো.শ‌ফিকুল ইসলাম,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা,ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,খসরুল আলম,সাংবাদিক আহাম্মদ কবীর,টাঙ্গুয়ার হাওর কমিউনিটি নেতা খসরুল আলম, মনির হোসেন প্রমূখ। বক্তারা টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য,জলজ উদ্ভিদ,মাছের অবয়ারন্য কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে যৌক্তিক বক্তব্য তুলে ধরেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন